বিজয় আসে ডিসেম্বরে

এমরান চৌধুরী | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:২৭ পূর্বাহ্ণ

তর্জনি যেই উঁচিয়ে বলেন,
লড়াই হবে এবার
যার যা আছে তৈরি থেকো
রক্তের শোধ নেবার।
ডাক পৌঁছে যায় প্রতিরোধের
দূরের গ্রাম ও গঞ্জে
লড়াই ছাড়া যায়নি রাখা
কারও ঘরে মন যে!
সাত কোটি প্রাণ গর্জে ওঠে
স্বাধীন স্বদেশ গড়তে
বৈরি মুখে ছাই ছিটাতে
তৈরি হলো লড়তে।
জয় বাংলা স্লোগান দিয়ে
আমলকি বন ছাড়িয়ে
মুক্তিসেনা অস্ত্র হাতে
দেয় পাকিদের তাড়িয়ে।
আচমকা ঘোর আক্রমণে
কাহিল হলো পাকিরা
এসব দেখে যায় পালিয়ে
রাজাকার আর বাকিরা।
টানা ন’মাস লড়াই করে
থির দুপুরের অক্তে
বিজয় আসে ডিসেম্বরে
সাগর সমান রক্তে।

পূর্ববর্তী নিবন্ধআজ বিজয়ের উল্লাসে
পরবর্তী নিবন্ধসুবর্ণময়