বিজয়ের শোকগাথা

শাহিদা আয়শা | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:২৬ পূর্বাহ্ণ

সেই সে সেদিন যুদ্ধে গেলো
ফিরে নি আর খোকা,
বুকের মানিক ধন হারিয়ে
মা হয়েছে ‘বোকা’।
বছর কাটে আশায় আশায়
আসবে খোকা ফিরে,
ঝাপসা চোখে খুঁজে তাকে
বিজয় মিছিল ভীড়ে।
খোকা আমার এলি বাবা-
চোখে গড়ায় জল,
স্বাধীন দেশে আমায় রেখে
কোথায় গেলি বল?
এমন অনেক দুঃখী মায়ের
করুণ দীর্ঘশ্বাস,
বুকে নিয়েই বারবার আসে
বিজয়ের এই মাস।

পূর্ববর্তী নিবন্ধকাঙ্ক্ষিত স্বাধীনতা
পরবর্তী নিবন্ধআজ বিজয়ের উল্লাসে