আজ পটিয়া মোহনানন্দ সেবাশ্রমে ধর্মসভা ও মহানাম যজ্ঞোৎসব

| সোমবার , ৫ ডিসেম্বর, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

স্বামী মোহনানন্দ অবধূত পরমহংস মহারাজ্জীর ১২৩তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে পটিয়া করল গ্রামে মোহনানন্দ সেবাশ্রম প্রাঙ্গণে ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞোৎসব অনুষ্ঠিত হবে।

আজ দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে ব্রাহ্মমূহুর্তে গুরুপূজা ও ভোগারতি, সকাল-৮ টায় সপ্তশতী গীতাপাঠ, বিকাল- ৪টায় ভক্তিগীতি পরিবেশনা এবং সন্ধ্যা ৫টায় ধর্মসভা। পটিয়াস্থ করল গ্রামে মোহনানন্দ সেবাশ্রম প্রাঙ্গণে কাল ৬ ডিসেম্বর ঊষালগ্ন থেকে অহোরাত্র হরিনাম সংকীর্ত্তণ আরম্ভ হবে।

অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করবেন স্বামী গিরিজানন্দ মহারাজ, উদ্বোধক থাকবেন ডা. দিলীপ ভট্টাচার্য্য, প্রধান অতিথি থাকবেন অদুল কান্তি চৌধুরী, প্রধান বক্তা থাকবেন অধ্যাপক স্বদেশ চক্রবত্তী, বিশেষ বক্তা ভাষ্কর ডি কে দাশ, অধ্যক্ষা বিজয় লক্ষ্মী দেবী, এডভোকেট কবি শেখর নাথ, সাংবাদিক মুক্তিযোদ্বা দেব প্রসাদ দাস, দেবু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিউজের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসৌন্দর্যের ফাঁদে ফেলে ৩০ হাজার কোটির কেলেঙ্কারি!