আজ ও কাল ২টা পর্যন্ত রাঙামাটিতে হরতাল

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৩:৪২ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে আজ সকাল ৬টা থেকে আগামীকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত রাঙামাটি শহরে হরতাল ডেকেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল সোমবার সাড়ে ১১টায় রাঙামাটি শহরের রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। এসময় তিনি জানান, ভূমি কমিশনের বৈঠক বাতিল ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে আমরা আজ ও আগামীকাল দুপুর ২টা পর্যন্ত রাঙামাটি শহরে হরতাল পালন করবো। এসময়ে জেলা শহরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মুজিবুর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনে ৭ দফা দাবি তুলে ধরেছেন। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন
নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবীর, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুজ্জামান ডালিম, রাঙামাটি জেলা সহসভাপতি নাদিরুদ জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বকর, মহিলা বিষয়ক সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্কুলের আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধধরে-বেঁধে কাউকে নির্বাচনে আনব না : সিইসি