আজি এ আষাঢ়ে

নুরুন্নাহার শিরীন | রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

এমন আষাঢ় আজ!
এ অদিনে সাঁঝনামা অঢেল অকাজ
কে কার ধরবে হাত সব আপদ বালাই
মন বলে না তো চল আজিকে পালাই!
মনে আছে তো আমরা পাখির লাহান
মুহূর্তে পেরিয়ে যেতাম দূরের বাগান…
মুহূর্তে পত্রপল্লবিত শত মনোজ শিথান
স্বপ্নের দ্যোদুল দোলায় যেন গান!

বরষা ভিজিয়ে দিতো অক্লান্ত উৎসাহে
‘খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে’..
সেসব ভুলেছো না কী ওগো মন?
সত্যি ভুলেছো সেইসব মেঘ আবাহন?
তাহলে কাহারে বলি ষোড়শোপচারে
‘আয় আরেকটিবার আয়রে …’

পূর্ববর্তী নিবন্ধকমল দীঘি
পরবর্তী নিবন্ধআমার কবিতা-ভাবনা