আজারবাইজান ও আর্মেনিয়ার সঙ্গে বৈঠকের উদ্যোগ রাশিয়ার

| শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:২৫ পূর্বাহ্ণ

বিতর্কিত অঞ্চল নিয়ে টানা কয়েক সপ্তাহ ধরে চলা রক্তাক্ত সংঘাত বন্ধের জন্য আজারবাইজান ও আর্মেনিয়ার সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। উভয়পক্ষ সম্মত হলে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে মস্কোতে সম্ভাব্য এ বৈঠক অনুষ্ঠিত হবে।’ এছাড়াও আর্মেনিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত পাঁচ দেশের সঙ্গে রাশিয়ার যে চুক্তি রয়েছে, সেটি কারাবাখের ক্ষেত্রে কার্যকর নয় বলে জানিয়েছে মস্কো। আর্মেনিয়া রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোটের সদস্য। এ জোট বাইরের আগ্রাসন থেকে সদস্য দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করে। তবে বুধবার মস্কো জানিয়েছে, কারাবাখের ক্ষেত্রে এ জোট বা চুক্তি কার্যকর নয়।

পূর্ববর্তী নিবন্ধনারীকে সম্মান করে সত্যিকারের মানুষ হওয়ার আহবান মুশফিক-তামিমদের
পরবর্তী নিবন্ধমিশিগানের গভর্নরকে অপহরণের পরিকল্পনা ভণ্ডুল, গ্রেপ্তার ১৩