আজাদীর সবাইকে শুভেচ্ছা

মো. রিয়াজুল হক রিয়াজ | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

আজাদীর সাথে আমার সম্পর্ক সেই ছাত্র জীবন থেকে। আজাদীর সাথে আমার সম্পর্ক ঘনিষ্ট হওয়ার একটাই কারণ ছিল তা হল আজমিশালী যা সপ্তাহে একদিন প্রকাশিত হতো। আমার প্রথম লেখালেখির শুরু হয়েছিল আজমিশালীর মাধ্যমে যা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সাথে আমি পেয়েছিলাম অনেক অনেক অকৃত্রিম মিশালীয়ান বন্ধু, যাদেরকে আজ প্রতি মুহূর্তে মিস করি। যাদের সাথে দেওয়া আড্ডা ও আজাদী অফিসে সোনালী আপুকে নিয়ে মাসিক আড্ডা, গল্প, দেখাশুনা ও বন্ধুদের ভালোবাসার কথা কিভাবে ভুলি? সময়ের অভাব ও কর্মব্যস্ততার কারণে আজ সবাই যে যার মত ব্যস্ত কিন্তু সে দিনগুলির কথা কখনোই মুছে যাওয়ার নয়। অনেক ইচ্ছে সেসব বন্ধুদের সাথে আবারো দেখা হবে কথা হবে সামনের যেকোনো একদিন যার আয়োজন করতে পারে আজাদী কর্তৃপক্ষ। এখনো সকালে আজাদীতে একবার চোখ না বুলালে দিনটাই অপূর্ণ থেকে যায়। আজাদী থাকবে আমার মনের মণিকোঠায় সবসময় ও আজীবন। প্রতিষ্ঠার্ষিকীতে আজাদীর সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর প্রতি ভালোবাসা
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদী মাটি ও মানুষের পত্রিকা