আজাদীর প্রতি ভালোবাসা

বোধি রঞ্জন চৌধুরী | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বহুল প্রচারিত ও জনমন প্রশংসিত পত্রিকা ‘দৈনিক আজাদী’র জন্মদিনে জানাই অফুরন্ত ভালোবাসা আর প্রাণঢালা শুভেচ্ছা। সেই ছোটবেলায় যখন থেকে পত্রিকা পড়ার অভ্যাস গড়ে উঠে তখন যে পত্রিকাটি প্রথম পড়ি সেটি হচ্ছে দৈনিক আজাদী। গ্রামে থাকা অবস্থায় আজাদী পড়ার জন্য গ্রামের বাজারের লাইব্রেরিতে চলে যেতাম। তখন থেকেই আজাদী পত্রিকার প্রতি একটি মমত্ববোধ গড়ে উঠে। খুঁটিয়ে খুঁটিয়ে আজাদীর প্রতিটি কলাম পড়া চাই চাই। সে ছোটবেলার অভ্যাসবশতঃ এখনও সকালে ঘুম থেকে উঠে আজাদী পত্রিকা পড়ার জন্য উন্মুখ হয়ে থাকি। চট্টগ্রামবাসীর যে কোনো সুখে-দুঃখে, সংস্কৃতিতে, আন্দোলন-সংগ্রামে আজাদী পত্রিকাকে দেখেছি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে। স্বাধীনতা-সংগ্রাম, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন ইত্যাদি যে কোনো জাতীয় খবরাখবর আজাদী পত্রিকা অত্যন্ত সুচারু এবং সাবলীলভাবে তুলে ধরে বিধায় এর পাঠকপ্রিয়তা আকাশসম।

পূর্ববর্তী নিবন্ধওয়াল্টার স্কট : কবি ও ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধআজাদীর সবাইকে শুভেচ্ছা