আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলনের প্রস্তুতি

দক্ষিণ জেলা আওয়ামী লীগ ।। ৮ উপজেলায় একযোগে বর্ধিত সভা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সম্মেলন শেষ করতে কেন্দ্রীয় নেতাদের গঠিত ৮ উপজেলার সংগঠনিক টিমের সদস্য একযোগে উপজেলা পর্যায়ে বর্ধিত সভা করেছেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত ৮ সাংগঠনিক টিমের সদস্যরা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের নিয়ে বর্ধিত সভা করে সংগঠনের সার্বিক চিত্র জানতে চেয়েছেন। কেন্দ্রীয় নির্দেশে এই সভার মাধ্যমে সাংগঠনিক টিমের সদস্যরা সংগঠনকে গতিশীল করার জন্য সকলের পরামর্শ চেয়েছেন। এসময় তৃণমূলের নেতারা সংগঠনের কোথায় কোথায় দুর্বলতা আছে-তা তুলে ধরেছেন জেলার শীর্ষ নেতাদের কাছে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গত ২১ মে বোয়ালখালী, সাতকানিয়া, পটিয়া, কর্ণফুলী, চন্দনাইশ, আনোয়ারা, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালখালী উপজেলার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাংগঠনিক টিমের আহ্বায়ক দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়া উপজেলার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সাংগঠনিক টিমের আহবায়ক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী।

সাতকানিয়া উপজেলার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাংগঠনিক টিমের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদত প্রদীপ দাশ। চন্দনাইশ উপজেলার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনিক টিমের আহ্বায়ক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম চৌধুরী।

লোহাগাড়া উপজেলার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন অ্যাড. জহির উদ্দিন। বাঁশখালী উপজেলার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাংগঠনিক টিমের আহ্বায়ক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইদ্রিস। আনোয়ারা উপজেলার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাংগঠনিক টিমের আহ্বায়ক দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী। কর্ণফুলী উপজেলার বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাংগঠনিক টিমের আহ্বায়ক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ।

একই দিনে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গত ২১ মে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সুজন, রেজাউল করিম বাবুল, আবছার হিরা, নুরুল হুদা, রেজাউল করিম রাজা, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, সফিকুল আলম, চেয়ারম্যান বেলাল হোসেন, কাজল দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসালাউদ্দিন কাসেম খান এবিসি উচ্চ বিদ্যালয়ের সভাপতি
পরবর্তী নিবন্ধকর্মীদের পাওনা পরিশোধ করছেন ড. ইউনূস