আগুন নেভাতে ঢাকা থেকে এলো দুটি ‘হাজমত টেন্ডার’

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

৪০ ঘণ্টা পার হলেও বিএম ডিপোতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কেমিকেলযুক্ত আগুন নেভাতে এবার ঢাকা থেকে আনা হয়েছে দুটি হাজমত টেন্ডার (গাড়ি)। পাশাপাশি কন্টেইনার সরাতে হ্যান্ডলিং ইক্যুইপমেন্টও আনছে ডিপো কর্তৃপক্ষ। এদিকে ডিপোর ভেতরে আরো কিছু কেমিকেল ভর্তি কন্টেইনারের সন্ধান পাওয়া গেছে। এই কেমিকেলের প্রভাবে এখনও অন্তত ৬টি কন্টেইনার ক্রমশ জ্বলছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অদগ্ধ কন্টেইনারে পানি দিয়ে ঠাণ্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনো ৫/৬ কন্টেইনারে আগুন জ্বলছে। রাসায়নিক দ্রব্যের প্রভাব থাকার কারণে এমনটা হচ্ছে। কেমিকেল আগুন নেভাতে ঢাকা থেকে দুটি হাজমত টেন্ডারসহ ২০ জনের টিম আনা হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মনির হোসেন বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। কেমিকেলের পাশাপাশি এখানে কিছু গাম আছে। এর কারণে আগুন জ্বলছে। এখন পোশাক কারখানার বিভিন্ন পণ্য জ্বলছে। আমরা পানি দিয়ে আগে কন্টেইনার ঠাণ্ডা করার চেষ্টা করছি। কেমিকেলের আগুন নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত ইক্যুইপমেন্ট রয়েছে। লজিস্টিক সাপোর্ট পেলে ৫ থেকে ৬ ঘণ্টায় আমরা আগুন পুরোপুরি নেভাতে পারব।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধনিজেদের নির্দোষ দাবি করলেন প্রদীপ-চুমকি