আগুনমুখী ফাগুন

মৃন্ময়ী মৃম | বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

বেদনার সব নীল মেখে দাঁড়ালাম
অটল পাহাড় হয়ে বুকে ধরে অশ্রু
ঢেকেছি দু’চোখে জলের দাগের রেখা
আমি এক যাযাবর পথ খুঁজি একা
পথপারে রয়ে যায় ঘরের ঠিকানা।

কালপুরুষের সাথে জেগে রই আমি
আকাশ দেবার কথা ছিল যে তাহার,
দিয়ে গেছে একরাশ শোকাহত মেঘ!

শোকার্ত মেঘে জ্বেলেছি আগুনের শিখা
দশদিগন্ত সাক্ষী রেখে বলি,শোনো
আমিও পারি শোকের আগুনে চমকাতে বিদ্যুৎ
আমিও পারি শূন্যতার বুকে জ্বালাতে আগুন
এনে দিতে পারি আগুনমুখী ফাগুন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আবারও পাঁচ ঘণ্টার যানজট