আগামী বছর অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ নাও হতে পারে বাংলাদেশে

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৭:২৭ পূর্বাহ্ণ

আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসর। তবে বর্তমান বাস্তবতায় অন্যান্য বড় বড় সব আসরের মতো ক্রিকেটের এই আসরটিও পিছিয়ে যাওয়ার শংকা দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে নভেম্বরে। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে এরই মধ্যে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১ সালে নিউজিল্যান্ডে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে নিয়ে গেছে আইসিসি। কিন্তু ২০২১ সালের জানুয়ারিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি তারা। তবে ক্রিকইনফোর মতে উপমহাদেশের দেশগুলোর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতির কোনো ধরনের উন্নতি না ঘটায় বিভিন্ন দেশের অংশগ্রহণে একটি বিশ্বকাপ আয়োজন করা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব ব্যাপার। যদিও একটা সম্ভাবনা রয়েছে যে একই বছরের শেষদিকে বিশ্বকাপটি আয়োজন করতে পারে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতের ৫২ অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়া শুরু
পরবর্তী নিবন্ধমুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে আসছেন কাজি সালাহউদ্দিন