আগামী ইউপি নির্বাচনে মাদক ব্যবসায়ী চাঁদাবাজরা দলীয় মনোনয়ন পাবে না

বরলিয়ায় সড়কের উন্নয়ন কাজ উদ্বোধনে হুইপ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৫৭ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী বলেছেন, জনগণের কল্যাণে শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পটিয়াতে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, সড়কবাতি, সোলার লাইট, স্কুল-কলেজ-মাদ্রাসার একাডেমিক ভবন, সুপেয় পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপনসহ সাধারণ জনগণের নানা কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করেছে। তিনি বলেন, আগামী ইউপি নির্বাচনে প্রতিটি ইউনিয়নে যাকেই নৌকা প্রতীক দেয়া হবে তাদেরকেই জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। তবে মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে যারা জড়িত তারা মনোনয়ন পাবে না।
তিনি গতকাল শনিবার বিকেলে পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের বরলিয়া-ওকন্যরায়া ৯৫ লাখ টাকা ব্যয়ে ১১শ মিটার নির্মিত কাপের্টিং সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুছ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুপ্রিয় বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ. লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জমান চৌধুরী, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা প্রকৌশলী বিশ্বজিত দত্ত, ইঞ্জিনিয়ার এসএম মোরশেদ, আ. লীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব, মোরশেদুল আলম চৌধুরী, মো. ইকবাল, ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, যুবলীগ নেতা দিদারুল আলম, সৈয়দ জাবেদ সরোয়ার মেম্বার, শাহ আলম মেম্বার, দুল্লা মিয়া মেম্বার, রাশেদ বিন কাদের, আনিসুর ইসলাম, ছাত্রলীগ নেতা নাজমূল সাকের, আরাফাত শাকিল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধা আহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬