আগামীতে কর্ণফুলী উপজেলা সুন্দর শহরে পরিণত হবে : ভূমিমন্ত্রী

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৩:২৯ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কর্ণফুলী স্বতন্ত্র উপজেলা হওয়াতে এখানে নানামুখী উন্নয়নযজ্ঞ সম্পন্ন হচ্ছে। পূর্বে আরেকটি উপজেলার সাথে থাকায় এখানে যথাযথ উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের আমলে এ উপজেলার প্রতিটি অলি-গলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামীতে কর্ণফুলী উপজেলা উন্নয়ন ও বাসযোগ্য একটি সুন্দর শহরে পরিণত করা হবে। তিনি গতকাল শুক্রবার দুপুরে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় বহুতল বিশিষ্ট বহুমুখী দুর্যোগ আশ্রয়ণকেন্দ্র প্রকল্প, চরলক্ষ্যা হাসপাতাল সড়ক, চরলক্ষ্যা শিকলবাহা খালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুষ কুমার চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালীব, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মো. আলী, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান সোলায়মান তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুহাম্মদ ইসমাঈল, যুগ্ম সম্পাদক আমির আহমদ, নাজিম উদ্দিন হায়দার, চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিক আহমদ, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছৈয়দ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহেদুর রহমান ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক সাজ্জাদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধহত্যাকাণ্ডে ব্যবহৃত টিপ ছোরা উদ্ধার
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের দাম বেঁধে দিতে আরও ৭ দিন