আকবর শাহ আইসোলেশন সেন্টারের ভ্যাকসিন রেজিস্ট্রেশন সহযোগিতা কেন্দ্র উদ্বোধন

আজাদী অনলাইন | শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৯:৩৩ অপরাহ্ণ

হযরত আকবর শাহ আইসোলেশন সেন্টারের উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশনের সহযোগিতা কেন্দ্র বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আকবরিয়ায় এলাকার মানুষকে ভ্যাকসিন দিতে সচেতন ও ফ্রি রেজিস্ট্রেশনের সেন্টার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ্, সমাজ সেবক মোহাম্মদ মুজিবর রহমান, ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন মিয়াজি, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ নাজিম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আক্কাস, আমিন মুন্না মোহাম্মদ ইরফানুল হক, আমির খসরু, রিয়াদ, তানভীর শাহরিয়ার, জনি শাহ্, মোহাম্মদ রিয়াজুল আলম জিসান, ফাহিম প্রমুখ।

উল্লেখ্য, হযরত আকবর শাহ আইসোলেশন সেন্টার করোনাকালে শুরু থেকে অক্সিজেন সিলেন্ডার, এ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছে। এবার এলাকার জনগণের সুবিধার্থে ভ্যাকসিন রেজিস্ট্রেশনের সেবা চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা-১২টা এবং বিকেল ৩টা-৬টা এই কার্যক্রম চালু থাকবে। ৪০ বছরের উপরে যে কেউ ভোটার আইডি কার্ড নিয়ে এসে আমাদের স্বেচ্ছাসেবকদের মধ্যেমে ফ্রি রেজিস্ট্রেশনের করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধস্কুল-কলেজ খুলছে ৩০ মার্চ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় গাছে ঝুলন্ত তরুণীর মরদেহ উদ্ধার