আকবরশাহ মোড়ে বিভিন্ন যানবাহনকে মামলা-জরিমানা

শব্দদূষণ রোধে অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৯:০২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নগরীর আকবরশাহ মোড় এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর সংশ্লিষ্ট ধারায় একাধিক যানবাহনকে পাঁচটি মামলায় সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উচ্চমাত্রায় হর্ন না বাজানোর ব্যাপারে চালকদের সতর্ক করা হয়েছে।

গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের কর্মকর্তা এবং আকবরশাহ থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিল। অভিযানে শব্দদূষণ রোধের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে গাড়ির চালক, মালিকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। তিনি আজাদীকে বলেন, অভিযানে অডিওমিটার দ্বারা প্রতিটি যানবাহনের হর্নের শব্দের তীব্রতা মাপা হয়। জেলা প্রশাসনসূত্র জানায়, অভিযানের আগে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধফুলকিতে ছোটদের বৈশাখী মেলা
পরবর্তী নিবন্ধঅসুস্থ বিএনপি নেতা এম এ আজিজকে দেখতে হাসপাতালে খসরু