আওয়ামী লীগের রাজনীতি মেহনতি মানুষের রাজনীতি

শ্রমিক সমাবেশে শ্রম প্রতিমন্ত্রী

| বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের রাজনীতি মিলের মালিক বা কোটিপতির পক্ষের রাজনীতি নয়। বঙ্গবন্ধু সারাজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করেছেন। আমি তারই আদর্শের অনুসারী। আমাদের রাজনীতি শ্রমিক ও মেহনতি মানুষের রাজনীতি। আমি আপনাদেরই লোক, সারাজীবন শ্রমজীবী খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে রাজনীতি করেছি।

গতকাল এক শ্রমিক সমাবেশে উপরোক্ত বক্তব্য প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট মোড়ে নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ এমপি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমজীবী মানুষের স্বার্থে ব্যাঘাত হয় এমন কোনো পদক্ষেপ জননেত্রী শেখ হাসিনার সরকার নেবে না। শ্রমিকদের যেকোনো ন্যায্য অধিকার আদায়ে আমি আপনাদের পাশে থাকব।

সংগঠনের সভাপতি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য এম. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক, নৌযান শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ওমর ফারুক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি মো. নুরুল আলম মাস্টার, জাহাঙ্গীর আলম, মো. ইদ্রিস মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন, নুর ইসলাম মহাজন, সাংগঠনিক সম্পাদক মো. জাফর সুকানী, কোষাধ্যক্ষ হারুনুর রশীদ মাস্টার, সদস্য মাওলানা নুরুল ইসলাম, জাহাজী শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাস্টার, চট্টগ্রাম বিভাগীয় জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, মো. কাঞ্চন, হাবিবুর রহমান মাস্টার, কবির হোসেন, হাফেজ শাহাদাত, আজগর তালুকদার, নুর ইসলাম, মো. কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. আজগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতীব্র তাপদাহে নগরীর বিভিন্ন স্থানে সুপেয় পানি বিতরণ
পরবর্তী নিবন্ধনোয়াখালীতে ‘রূপান্তর’ ইস্যুতে অভিনেতা জোভানসহ ৬ জনের নামে মামলা