আইন বিভাগে ‘রিসার্চ পেপার সাবমিশন অ্যান্ড থিসিস ডিফেন্স’

প্রিমিয়ার ইউনিভার্সিটি

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩০ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আইন বিভাগের ৪১তম ব্যাচের ‘রিসার্চ পেপার সাবমিশন এন্ড থিসিস ডিফেন্স’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠানে অনলাইন প্রজেক্টরের মাধ্যমে যুক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আলফারূক। এসময় ৪১ তম ব্যাচের গবেষকরা চারটি ভিন্ন ভিন্ন বিষয়ে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করেন। ডক্টর ফারূক নবীন গবেষকদের উদ্দেশ্যে বলেন, আগামীর বিশ্ব গবেষণার বিশ্ব

এবং সেই বিশ্বে নেতৃত্ব দেবে গবেষকরাই। বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী বলেন, সামগ্রিক উন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী গবেষণাকে একটি সফট স্কিল বলে অভিহিত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক মেহের নিগার। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস এবং প্রভাষক সুরিনা তারজিদ। গবেষণাপ্রবন্ধ চারটি সুপারভাইজ করেন বিভাগের শিক্ষক জাবেদ আরাফাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় ভূষিত করেছে
পরবর্তী নিবন্ধএ সরকারের আমলে ফটিকছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে : পেয়ারুল ইসলাম