আইনের শিক্ষার্থীদের প্রায়োগিক বিষয়ে দক্ষতা অর্জন অপরিহার্য

বিজিসি ট্রাস্টের অনলাইন সেশন অনুষ্ঠানে বক্তারা

| শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ২য় থেকে ৮ম সেমিস্টারের ২০২১ সেশনের অনলাইন সেশন ইনসেপশন প্রোগ্রাম আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি নাঈমা হায়দার, প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমদ আসিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান। বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার। আইন বিভাগের সহকারী অধ্যাপক আসমা আল আমিনের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন। অনলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি নাঈমা হায়দার বলেন, আইনের ছাত্রছাত্রীদের তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক বিষয়ে দক্ষতা অর্জন অপরিহার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেস্টুরেন্টে ভ্যাট দিয়ে ১০ হাজার টাকার পুরস্কার
পরবর্তী নিবন্ধনৌকার সমর্থনে গণসংযোগ