আইআইইউসির ইংরেজি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন

| বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এমএ (ইএল, ইএলটি এবং প্রিলিমিনারি) স্প্রিং সেশনের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন গত মঙ্গলবার নগরীর রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রধান অতিথি বলেন, তোমাদের ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। শিক্ষা জীবনে বর্তমানে কম্পিটিশনের পাশাপাশি কোঅপারেশন খুব জরুরি। তিনি ইংরেজী বিভাগের মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান উচ্চ শিক্ষার ক্ষেত্রে আইআইইউসিকে বেছে নেওয়ার জন্য। ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও তিনি গুরুত্বারোপ করেন। বিভাগের চেয়ারম্যান মো. ছরওয়ার আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান (কায়সার), প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন, আবু সালেহ নিজাম উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক। নবীনদের মধ্যে বক্তব্য রাখেন জওহার দুদায়েভ, জিয়াউদ্দীন বাবলু, কফিলুর রহমান জামশেদ, তুসী দাস, নাজিয়া সুলতানা, তানজিবা ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগৃহবধূর ওপর হামলা করতে যাওয়া তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন এগিয়ে যায়