অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে ব্রিটিশ আদালতের সায়

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:৪৩ পূর্বাহ্ণ

গুপ্তচরবৃত্তি ও সরকারি কম্পিউটার হ্যাক করার অভিযোগে বিচারের জন্য উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার পথ খুললো ব্রিটিশ আদালতের রায়ে। অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে তার ‘আত্মহত্যা করার’ ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা আদালত গত এপ্রিলে তার প্রত্যর্পণ আটকে দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। হাই কোর্টের এই রায়ের ফলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণের আয়োজন আরও এক ধাপ এগিয়ে গেল। খবর বিডিনিউজের। বিচারক টিমোথি হলরোয়েড বলেছেন, ওয়াশিংটনের তরফ থেকে যেসব ‘আশ্বাসে’ দেওয়া হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট। ওই প্রতিশ্রুতিতে বলা হয়েছে, অ্যাসাঞ্জকে কলোরাডোয় তথাকথিত হাই সিকিউরিটি জেলে পাঠানো হবে না। অস্ট্রেলিয়ায় তার সাজার রায় হওয়ায় সাজা খাটার জন্য তাকে সেখানেও পাঠানো হবে না।
অস্ট্রেলীয় বংশোদ্ভূত ৫০ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর বিপুল পরিমাণ গোপন নথি ও কূটনৈতিক বার্তা ফাঁস করার ১৮টি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা। গত আড়াই বছরের বেশি সময় ধরে লন্ডনের বেলমার্শ কারাগারে আছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধদাবি আদায় করে ১৫ মাস পর ঘরে ফিরছেন ভারতের কৃষকরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৪ জন