অ্যাম্বুলেন্সে রোগীর সিটে ফেনসিডিলের চালান

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৩৫ বোতল ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মো. মহিউদ্দিন হোসেন (৩৩), মো. কামরুল হাসান (২৫) ও মো.কামাল হোসেন (৩২)।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মাদক ব্যবসায়ীরা অ্যাম্বুলেন্সযোগে মাদকদ্রব্য নিয়ে ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসার তথ্যের ভিত্তিতে সলিমপুর এলাকায় অভিযান চালানো হয়। অ্যাম্বুলেন্সে রোগী রাখার সিটের ওপর থেকে ৫৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবার চালান গ্রহণ না করার ঘোষণা সিঙ্গাপুর বন্দরের
পরবর্তী নিবন্ধবান্দরবানে জেএসএসের ৩ সদস্য আহত অপহৃত দুজন