অহংকার মানুষের পতন ঘটায়

মিতা দাশ | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

কিছু মানুষের হাত পা দায়িত্ব ও নিয়ম শৃঙ্খলার শিকলে বাধা থাকে বলে চাইলেও সব কিছু করতে পারে না। আর সবাই সেটা না বুঝে সেই মানুষকে ভুল বুঝতে থাকে। ভাবে স্বার্থপর একজন মানুষ। কোনও কোনও পরিবারে প্রত্যেক নাগরিককে একই রকম স্বাধীনতা দেয়া হয় বলে কিছু মানুষ এগিয়ে যেতে পারে সাফল্যের চরম শিখড়ে। কিন্তু কিছু মানুষ সুযোগ পেয়েও সাফল্য ধরতে পারে না। আবার অনেক প্রতিভাবান মানুষ সুযোগের অভাবে সফলতার দ্বারে পৌঁছাতে পারে না। অনেকে আঘাত পেয়ে পেয়েও সফলতার দ্বারে পৌঁছাতে পারে মনের জোরে, আবার কেউ চেষ্টায় সফলতা অর্জন করে অদম্য সাহসে। সফলতার গল্প একেকজনের একেক রকম, তাই অন্যজনের বিষয় নিজের মতো করে ভাবা উচিত নয়। সব মানুষের জীবন একই রকম করে চালিত হয় না। জীবন বিভিন্ন স্তরে বিভিন্ন রকম ভাবে প্রভাবিত হয়। কোনও কিছু চিরস্থায়ী নয়, আজ আছে তো কাল নেই, এতে দেখা যায়, আজ আছে বলে আত্মাহারা না হয়ে আগামীতেও কিভাবে থাকতে পারে তার ভাবনা ভেবে নেওয়াই ভালো। বিত্তবান হওয়া ভালো, কিন্তু বিত্তের অহংকার করা উচিত নয়, নয়তো অসুস্থতা বা অন্য কোনও বিপদে সব ধূলিসাৎ হয়ে যেতে পারে। তখন দেখা যাবে, বিত্তের পাশাপাশি কোনও আপনজনও খুঁজে পাবেন না।

বড় পদমর্যাদা বিধাতা কর্তৃক প্রাপ্ত হন মানুষ। সেই পদের অহংকারে আপনি নিজেকেও অনেক জ্ঞানী গুণী বলে জাহির করে অন্যের কাছে ছোট হবেন না। কারো উপকার করতে না পারলে অপকারও করতে যাবেন না। নয়তো অনেক সময় দেখা যাবে, যাকে বিপদে বা অপমান করতে গেছেন হয়তো বিধাতার ইচ্ছেয় ঐ লোকের কাছেই আপনাকে নত হতে হবে। চালাক হওয়া ভালো, তবে তোষামোদী করে স্বার্থ হাসিল করা উচিত নয়, নইলে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবিদেশের মাটিতে নবান্নের উৎসব
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে