চসিকের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ওয়ারলেস ঝাউতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে হোম মেইড ফুডকে মামলা পূর্বক ৩০হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে স্টেশন রোডে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করায় দায়ে ৭ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৯হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে চসিক সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সিএমপি ম্যাজিস্ট্রেটগন সহায়তা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।