বিআরটিএর অভিযানে ২৩ মামলা, ২৮ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর ২নং গেইট এবং চট্টগ্রাম-রাঙামাটি সড়কের আমান বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন গাড়ি চালনা, ডকুমেন্ট মেয়াদউত্তীর্ণসহ নানান অভিযোগে ২৩ যানবাহনকে মামলাসহ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ। গতকাল বৃহস্পতিবার বিআরটিএ’র দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক এসব অভিযান পরিচালনা করেন।
বিআরটিএ সূত্রে জানা গেছে, নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএ আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। অভিযানে তিনি ৮ যানবাহনকে মামলা ও ৯ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ যানবাহনকে মামলা ও ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা।

পূর্ববর্তী নিবন্ধঅস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন
পরবর্তী নিবন্ধমানবকল্যাণ নিশ্চিত করা মাইজভাণ্ডারী দর্শনের শিক্ষা : প্রফেসর ইফতেখার