অস্থির অশান্ত পৃথিবী

শাহনাজ সুলতানা | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

বোমাবর্ষণ, মানবহত্যা, দাঙ্গা হাঙ্গামা
এ তো মনুষ্যত্বের অবমাননা,
কবে হবে শেষ অত্যাচার, অহংকার, নিপীড়ন?
একবিংশ শতাব্দীর সভ্য মানুষের এত গরিমা আহামরি আমি
এত আস্ফালন, রক্ত লোলুপ, হিংস্র মনোভাব পোষণের জন্য,
সীমান্তে বারুদের গন্ধ বাতাসে আনে গুমট ভাব,
চারিদিকে নিদারুণ হতাশা,
শকুনিদের প্রখর দৃষ্টি পড়েছে আজ।
ছুটে চলছে পথ প্রান্তে নিরাপদ আশ্রয়ের খোঁজে …
লাশের সারি সারি দল পথ প্রান্তে,
কোথায় আজ সভ্যতা, কোথায় মানবতা?
স্বার্থের সংঘাত থেমে অশান্ত পৃথিবীতে, আসুক শান্তির বার্তা।

পূর্ববর্তী নিবন্ধতুমি কি দেখছো পিতা
পরবর্তী নিবন্ধঅপেক্ষা