অস্তিত্বের হুমকিতে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:৩৫ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, ইউক্রেনে বিশেষ অভিযানের চার সপ্তাহ হতে চললেও এখন পর্যন্ত মস্কো তার সামরিক লক্ষ্যের কোনোটিই অর্জন করতে পারেনি। পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না, এমন প্রতিশ্রুতি দিতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। মস্কো যদি তার দৃষ্টিতে নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে পড়তে দেখে তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে- এমনটি পেসকভ উড়িয়ে দেননি বলেই জানিয়েছে সিএনএন। খবর বিডিনিউজের।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংবাদ-মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোন পরিস্থিতিতে পুতিন তার পারমাণবিক সক্ষমতা ব্যবহার করতে পারেন এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, যদি আমাদের দেশের অস্তিত্বের জন্য হুমকি হয়, তখন হতে পারে। এর আগে পুতিনও তার দৃষ্টিতে রাশিয়ার জন্য হুমকি বিবেচিত হওয়া দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৬.৮৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধজি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার ইচ্ছা পশ্চিমাদের