অসাম্প্রদায়িক যুব শক্তির ভেতর থেকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব বেরিয়ে আসবে

যুবলীগের প্রতিষ্ঠাবর্ষিকীতে ড. অনুপম সেন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ নভেম্বর, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

প্রখ্যাত সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসামপ্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের প্রতিটি কাজে যুব সমাজকে সম্পৃক্ত করতে। একটি তারুণ্য নির্ভর অসাম্প্রদায়িক যুব শক্তির ভেতর থেকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব বেরিয়ে আসবে। দেশ ও সমাজের ভবিষ্যতের রূপকার হবে এই যুবসমাজ। গতকাল যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সংগঠনের আহবায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহবুবুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, এড. আনোয়ার হোসেন আজাদ, আকবর হোসেন, সাইফুল ইসলাম, আন্‌জুমান আরা আনজু, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, শাহেদুল ইসলাম শাহেদ, তারেক সুলতান, মোজাম্মেল হোসেন নান্টু, ইশতিয়াক আহাম্মদ চৌধুরী প্রমুখ।
উত্তর জেলা যুবলীগ : চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের উদ্যোগে সংগঠনের দলীয় কার্যালয়ে গতকাল যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সংগঠনের সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সহ-সভাপতি বশির উদ্দিন খান, আশেক এলাহী সোহেল, এড. দীপক দত্ত, শহিদুল আলম, গিয়াস উদ্দিন, মোশারফ হোসাইন শামীম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
দক্ষিণ জেলা যুবলীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী। সংগঠনের সহ-সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো। বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, সেলিম উদ্দিন, আবদুল মালেক, শামসুদ্দিন, আবদুর রহমান জুনু, আমিনুল ইসলাম লিটন, শহীদউল্লাহ শহীদ, সাইফুদ্দীন, এম.এ রহিম, মফিজুর রহমান মুন্না, আবু তাহের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএমএসএসের নগরফুলের দেখভাল
পরবর্তী নিবন্ধবর্জ্য অপসারণে অত্যাধুনিক ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে