অসাম্প্রদায়িক বাংলাদেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : নওফেল

চট্টগ্রামে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

আজাদী ডেস্ক | সোমবার , ১৬ মে, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণ কমে আসায় দুই বছর পর চট্টগ্রামে এবার সাড়ম্বরে বুদ্ধ পূর্ণিমা উদযাপন হয়েছে। মন্দিরে-মন্দিরে সম্মিলিত প্রার্থনা, শোভাযাত্রাসহ নানা ধর্মীয় আয়োজনে মেতেছিল বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বিভিন্ন ধর্মের নানা শ্রেণি-পেশার মানুষও এতে একাত্ম হয়েছেন। গতকাল রোববার সকাল থেকে নগরীর নন্দনকানন বৌদ্ধবিহারসহ বিভিন্ন মন্দিরে ভক্তদের আনাগোনা শুরু হয়। বিহারে পূজা এবং ভিক্ষুদের সেবা দিয়ে জগৎ ও জীবের মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেয় তারা। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ ও বুদ্ধের মহাপরিনির্বাণ ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের কাছেই বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। প্রতিবছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটিকে জাকজমকভাবে পালন করে থাকেন।
চট্টগ্রাম জেলায় ৩২৪টি ও নগরীতে ৩১টিসহ মোট ৩৫৫টি বৌদ্ধমন্দিরে প্রতিবছর বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হয়। এসব মন্দিরে দিনব্যাপী ত্রিপিটক পাঠ চলে। উপাসক ও উপাসিকাদের পঞ্চশীল ও অষ্টশীল দেওয়ার পাশাপাশি সন্ধ্যার পর থেকে শুরু হয় সম্মিলিত প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলন। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এসময় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অসাম্প্রদায়িক বাংলাদেশে সবাইকে অহিংসা আর মানবতার ধারক হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে সভায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, এদেশে সাম্প্রদায়িক শক্তিকে যারা পৃষ্ঠপোষকতা করবে তাদের শক্ত হাতে দমন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হবে। আর সেই আদর্শ হচ্ছে ধর্মে ধর্মে কোনও হানাহানি থাকবে না। দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।’ সমাবেশ শেষে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দনকানন বৌদ্ধ বিহারে এসে শেষ হয়।
এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে শোভাযাত্রা বের করে চট্টগ্রাম সিটি করপোরেশন। নগরীর আন্দরকিল্লায় পুরাতন নগর ভবন থেকে বের হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেন চসিকের ভারপ্রাপ্ত মেয়র গিয়াস উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধপুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধখরচ না হওয়া ৪ কোটি ৩০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত