অসহায়দের পাশে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

আজাদী ডেস্ক | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় জেলা পরিষদ : চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে লোহাগাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গতকাল ২৯ ডিসেম্বর দুপুর ২টার দিকে লোহাগাড়া উপজেলা পাবলিক হলে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া শাহজাহান বিন আবদুল আজিজ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুুহাম্মদ জহির উদ্দিন, পুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, পদুয়া ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, কলাউজান ইউপির চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, চরম্বা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে বক্তারা অসহায় শীতার্তদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্‌বান জানান।

পতেঙ্গায় ভারটেক্স : ‘মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়’এই প্রতিপাদ্য নিয়ে পতেঙ্গায় ভারটেক্স অফডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকালে দুস্থ ও এতিমদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ডিপো ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেন উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। ডিপোর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নগরীর ৩৭, ৩৮ ও ৪০নং ওয়ার্ডের হাজার অসহায় শীতার্তদের কম্বল নিতে দেখা যায়। এতে আরও উপস্থিত ছিলেন ডিপোর মো. কাউছার আলম, ডিপো এডমিন সুনায়ন বডুয়া, সিএসডি ইনচার্জ সালেহ আহমদ শাহিন, সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোজাহের, হুমায়ুন কবির, ৪০নং যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, কমিশনারের একান্ত সচিব সাইফুদ্দিন রবি, হিন্দুবৌদ্ধ পরিষদের সদস্য লিটন চৌধুরী, কাজল চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদ : চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে গত ২৭ ডিসেম্বর অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। পরিষদের সভাপতি সন্তোষ রঞ্জন দাশগুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল দেবের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি বাবুল ঘোষ বাবুন, অ্যাড. কবি শেখর নাথ পিন্টু, অরূপ রতন চক্রবর্তী, প্রণব দাশগুপ্ত, তাপস কুমার দে, পরিমল দেব, ডা. কাজল কান্তি বৈদ্য, ইঞ্জিনিয়ার ভবশংকর ধর, আশিষ মিত্র, যদু রঞ্জন চৌধুরী, শ্যামল বিশ্বাস, রাজিব সেন, রুবেল দত্ত, মধুসূদন দত্ত, যাদব সদ্দার, রাজন নাথ প্রমুখ।

কাপ্তাই ইউনিয়ন পরিষদ : কাপ্তাই প্রতিনিধি জানান, কাপ্তাই উপজেলাস্থ ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় দরিদ্র নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল বিতরণ করা হয়েছে। কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ দরিদ্রদের মাঝে নতুন কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বার সুজয় বিকাশ চাকমা, , ২ ও ৩ সংরক্ষিত মহিলা সদস্য ভানুমতি চাকমা এবং কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সিবিএ সভাপতি আব্দুল ওহাব।

মির্জাপুর ইউনিয়ন : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়ন অসহায় দুঃস্থদের মধ্যে গতকাল বৃহস্পতিবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন এই শীতবস্ত্র বিতরণ করেন। ইউপি কার্যালয় চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পটিয়া যুবলীগ : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া উপজেলার খরনা হযরত শাহজাহান আউলিয়ার (রঃ) মাদরাসার শিক্ষার্থীদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। গতকাল শুক্রবার পটিয়া অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম ইসহাকের সভাপতিত্বে ও শ্রমিক নেতা মো. সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শফিউল বারি বাবুল, ফজল আহম্মদ দৌলতী, মো. এনাম, ফরিদ মেম্বার, উজ্জ্বল ঘোষ, মো. সাইফুল ইসলাম জুয়েল, বাদশা মিয়া, মো. আইয়ুব, আবু তালেব, মো. বাবুল, ইয়াসিন আরাফাতসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বাঁশখালী যুব মহিলা লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠি হয়। বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে সহস্রাধিক গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ বাঁশখালী পৌরসভার মেয়র এস এম তোফাইল বিন হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপক রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা। বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সুলতানা রোজি, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, যুবলীগ নেতা রশিদ আহমদ, রোকসানা আকতার, দেবী রুদ্র সহ দলের নেতারা বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের জ্ঞান আহরণে উৎসাহিত করতে হবে