মানুষেরা এখন কাছাকাছি নেই মানুষের।
সেবায়, আত্মীয়তায়, ভালোবাসায়,
সব কিছুই এখন যান্ত্রিকমোড়কে সুগন্ধি ছড়ায়।
সামাজিক দূরত্বে শুধুমাত্র কন্ট্রাক্ট, কানেঙেনের
সুতোটা মনে হয় কাঁটা তারে আটকানো। মনটা
আছে তো আছে, শরীরও আছে, অথচ দেখোনা
শরীর থেকে শরীরটা কতোটা দূরে স্বতন্ত্রসত্তায়।
গরম ভালো না শীত ভালো, ভাইরাসটা কীভাবে
কেমন করে দৌড়ে? বাতাসে নাকি স্পর্শে?এসবে
মানুষের মনোভাবনায় দুশ্চিন্তার পোকা-মাকড়
শরণার্থী হয়ে বসবাস করে মহামারি করোনায়।
আগ্রাসী আধিপত্যে ভয়ার্ত উদ্বেগ, ত্রস্ত-আতঙ্কিত
বিশ্বের মানুষ। রোগাক্রান্ত শোক আর মৃত্যুযন্ত্রণার
আহাজারি; মানুষেরাই মানুষ থেকে দূরত্বে থাকার
ভংয়কর বিধান কাঁধে মেতেছে অভিশপ্ত খেলায়।
খেলা শুরুর সময়টা বিশ্ববাসীর ছিল চোখের সামনে,
সমাপনি খেলা কবে হবে শেষ এখনো আছে গোপনে।