অস্থিরতা ডাকে আয়

খুরশীদ আনোয়ার | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩৩ পূর্বাহ্ণ

এখন আমার লিখতে করে না ইচ্ছে
এখন আমার শব্দ-দুয়ার বন্ধ
আমার ভিতর কুসুমিত কিছু
কনক চাঁপার ফুল
বিলোয় না যেন নিজের লুকানো গনধ।

মনোমর্কট তেলজ স্বভাব জানি
মনের নিবাসে ঝুলছে কঠিন তালা
তারপরও মন ভ্রমর-স্বভাবে ছোটে
অন্তঃসত্ত্বা ফুলের রেনুতে
ফোটাচ্ছে কে পিন?

মনযমুনায় আধডোবা পদতল
এক রতি জল মিলছে না হায়
কন্ঠ তৃষিত কাঠ
মূলাধার কাঁপে শ্বাসের প্রবল তাপে
হবে কি কখনো প্রকটিত থির নীল উৎপলে।

পরশ পাথর আমার এ আমি
হয়তো চিনেছি, চিনি নাই কভু জানি
মনযমুনায় ডুব দিয়ে দেখি
সৌর-পুরুষ জননার সাথে
করে নিষ্ফল কানাকানি।

পূর্ববর্তী নিবন্ধঅভিশপ্ত বিধান
পরবর্তী নিবন্ধবলবো, আজ বলবো