অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ

ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের চালান ধ্বংসের দাবি রাশিয়ার

| রবিবার , ২২ মে, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

যুদ্ধ জাহাজ থেকে ছোড়া ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে কিয়েভের পশ্চিমে ইউক্রেনের জেতোমের অঞ্চলে পশ্চিমা অস্ত্রের বড় একটি চালান ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কৃষ্ণসাগর তীরবর্তী ওদেসার কাছে একটি জ্বালানি সরবরাহ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা এবং ইউক্রেনের দুটি এসইউ-২৫ বিমান ও ১৪টি ড্রোন ধ্বংসের কথাও জানানো হয়েছে বলে জানিয়েছে।

রাশিয়া জানিয়েছে, মারিউপোলের আজভস্তাইল ইস্পাত কারখানায় লুকিয়ে থাকা অবশিষ্ট ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে সেখানে কয়েক সপ্তাহ ধরে চলা অবরোধের অবসান ঘটেছে। শুক্রবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেখানে থাকা অবশিষ্ট ৫৩১ জন যোদ্ধা তাদের অস্ত্র নামিয়ে রেখে আত্মসমর্পণ করেছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধআদালত অবমাননা, এক লাখ ১০ হাজার ডলার জরিমানা দিলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধ৫ কিমি দূর থেকে ধ্বংস ড্রোন ‘অন্ধ’ হয় শত্রু উপগ্রহ!