অপর্ণা সেনের বিরুদ্ধে মামলা

| শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৮:২২ পূর্বাহ্ণ

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে অভিনেত্রী অপর্ণা সেনের বিরুদ্ধে মামলা করেছেন পৃথ্বীশ দাস নামে এক আইনজীবী। খবর বাংলানিউজের।
সমপ্রতি সীমান্তরক্ষীদের ক্ষমতা বাড়ানো না পছন্দ বলে মুখ খুলেছিলেন এই অভিনেত্রী-পরিচালক। সোমবার (১৫ নভেম্বর) কলকাতা প্রেসক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ডাকা বৈঠকে অপর্ণা সেন তার মন্তব্যে বলেছিলেন, বাংলাদেশের সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়ার জন্য এমনিতেই ওই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তারমধ্যে ক্ষমতা বৃদ্ধির কারণে প্রতিদিন বিএসএফের নির্যাতনের মুখে পড়তে হবে তাদের। এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছিলেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অপর্ণা বলেছেন, সেনাবাহিনীদের যতটা ক্ষমতা দেওয়া উচিত, তার থেকেও বেশি দেওয়া হচ্ছে। ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে উঠছি। এমনিতেই তাদের অবস্থা খুব খারাপ। তার ওপর বিএসএফদের ক্ষমতা বাড়ালে তা আরও দুর্বিষহ হয়ে উঠবে। সেই প্রেক্ষিতে মমতা সরকারকে সীমান্তবাসীদের কথা ভেবে দেখার অনুরোধও জানানো হয়েছে। তারা যেন নিজেদের মতো করে ব্যবসা, চাষাবাদ করতে পারেন।’

পূর্ববর্তী নিবন্ধবালতি ভর্তি টাকা দিয়ে গোসল করলেন গায়িকা!
পরবর্তী নিবন্ধব্যাংককে শুটিং সেরে ঢাকায় আসবেন দেব