অপরাধের সঙ্গে সম্পৃক্তদের দলে স্থান নেই

৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে সভায় বক্তারা

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৬:০৯ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত-তাদের দলে স্থান নেই। যারা এতদিন তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, তাদের নাম ঠিকানা আমার জানা। সুতরাং সাবধান হয়ে যান। মঙ্গলবার ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন কার্যকরী কমিটির সভায় তিনি একথা বলেন। সভায় এ ইউনিটের হেকিম খন্দকার মো. হোসেন, বি ইউনিটের জুলফিকার আলী মাসুদ ও সি ইউনিটের মোমিনুল হক সভাপতিত্ব করেন। অনুপ্রবেশকারীদের উদ্দেশে নাছির বলেন, দলের মধ্যে বিভেদ ছড়াবেন না। মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, সমাজ পরিবর্তনে সামাজিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে এ আন্দোলনের নামে যারা সরকারের অপসারণ চায়, তারাও সামাজিক শত্রু। এর সাথে স্বাধীনতা বিরোধী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন রয়েছে। বিস্ময়ের ব্যাপার হলো, যার বিরুদ্ধে ধর্ষণের সুষ্পষ্ট অভিযোগ রয়েছে, তিনি শাহবাগ গরম করছেন। এই চিহ্নিত ধর্ষককে গ্রেফতার করা হোক।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন চসিক নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনায় বিশ্বাসী। আমি কখনো আর্দশচ্যুত হইনি এবং হবো না। যদি জনগণ আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমার একমাত্র প্রেরণা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পথ অনুসরণ করে নগরবাসীর সেবা করে যাবো। সভায় আরো বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাজী মোহাম্মদ হোসেন, মশিউর রহমান চৌধুরী, নুরুল আবছার মিয়া, কাজী আলতাফ হোসেন, এস এম আলমগীর, সরওয়ার মোর্শেদ কচি, এ ইউনিটের মো. জামাল উদ্দিন তারেক, বি ইউনিটের জাহাঙ্গীর কবির নয়ন, সি ইউনিটের মো. মাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোশাল মিডিয়ায় অপপ্রচার চালালে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা