অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গঠনে ইবাদতের উপর গুরুত্ব দিতে হবে

ভাটিয়ারি ইউনিয়নে মতবিনিময়ে লায়ন ইমরান

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:১১ পূর্বাহ্ণ

অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গঠনে ইবাদাত ও মানবিকতার উপর গুরুত্ব দিতে হবে’। সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান হযরত নেয়ামত আলী শাহ (রাঃ) জামে মসজিদে পবিত্র জুমার খোৎবাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এ কথা বলেন।

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী স্টেশন রোড ৯নং ভাটিয়ারি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধুম ফকির বাড়ি এলাকায় অবস্থিত হযরত নেয়ামত আলী শাহ্‌ (রা.) জামে মসজিদে খতিব মাওলানা জয়নাল আবেদিন আল কাদেরীর ইমামতিত্বে গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। মসজিদ কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও আন্তরিক আহ্বানে খোৎবা শুরুর পূর্বে ইসলামের আলোকে অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজব্যবস্থার উপর আলোকপাত করেন তিনি। লায়ন ইমরান বলেন, শান্তি, সমপ্রীতি ও সহাবস্থানের ধর্ম ইসলামের প্রথম ধাপ হলোপড়া বা জ্ঞানার্জন করা। অন্যের হক আদায়ের ব্যাপারে ইসলামের বিধান এতোটাই শক্তিশালি যে, এখানে অপরাধের শিকড়সমেত উচ্ছেদ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদগুলোকে ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মসজিদ পাঠাগার স্থাপন প্রকল্পের মাধ্যমে সারাদেশে প্রায় ২৮ হাজার মসজিদ পাঠাগার স্থাপন করার কথা উল্লেখ করে তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারকে আরো কাজ করার সুযোগদানের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও মোতোয়াল্লি শওকত আলি, সহসভাপতি মাওলানা ফরিদুল ইসলাম আল কাদেরি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুসলিম, অর্থ সম্পাদক মো. রাশেদ, মোয়াজ্জিন মো. মামুনুর রশিদসহ এলাকার সর্বস্তরের মুসল্লিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৪ বছরে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে
পরবর্তী নিবন্ধপাহাড়কে আলোকিত করতে শিক্ষার মানোন্নয়ন দরকার