অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচনী ফলাফল স্থগিত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

অবশেষে উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ বদিউল আলমকে সোসাইটির কার্যক্রম পরিচালনায় সহায়তা করতে বলা হয়েছে। উচ্চ আদালত থেকে সোসাইটির গত ৪ নভেম্বর অনুষ্ঠিত কার্যকরী কমিটির নির্বাচনের ফলাফল স্থগিত করে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগের নির্দেশ প্রদান করা হয়েছিল।
প্রসঙ্গত, সোসাইটির সদস্য চৌধুরী মোহাম্মদ সালাউদ্দিন আকবর গত ৫ ডিসেম্বর নির্বাচনে নানা ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপন করে রিট পিটিশন দাখিল করেন। এতে নির্বাচন কমিটির পরিবর্তে সোসাইটির সাধারণ সম্পাদক কর্তৃক নির্বাচনী নোটিশ প্রকাশ ও প্রচার, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দিনে নির্বাচন অনুষ্ঠানসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়।
বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের দ্বৈত বেঞ্চ উক্ত রিটের ব্যাপারে উভয় পক্ষের শুনানি শেষে গত ১৪ ডিসেম্বর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী ফলাফল স্থাগিত ঘোষণা করে উপরোক্ত আদেশ প্রদান করেন। ঐ আদেশে চট্টগ্রামের জেলা প্রশাসককে সোসাইটির দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের জন্য নির্দেশনা প্রদান করেন।
আদালতের নির্দেশের প্রেক্ষিতে অবশেষে চট্টগ্রামের জেলা প্রশাসক দি চিটাগং হাউজিং সোসাইটির প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। একই সাথে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ বদিউল আলমকে কার্যক্রমে সহায়তা দেয়ার জন্যও দায়িত্ব দেয়া হয়েছে।
গতরাতে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ বদিউল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, আমি জেলা প্রশাসক মহোদয়কে সহায়তা করবো।

পূর্ববর্তী নিবন্ধপাঁচটি ইউনিটে আহ্বায়ক কমিটি অনুমোদন
পরবর্তী নিবন্ধভাসানচরে যাচ্ছে আরও এক হাজার ৬৫৪ রোহিঙ্গা