অনূর্ধ্ব-১৮ জুডো প্রতিভা অম্বেষণ কর্মসূচি শুরু

| শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব ১৪-১৮ ক্রীড়া প্রতিভা অম্বেষণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল। সকালে সিজেকেএস কনভেনশন হলে এই প্রতিভা অন্বেষন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠান সিজেকেএস জুডো কমিটির চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এবং জুডো কমিটির সম্পাদক সৈয়দ জিয়া উদ্দিন সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস জুডো কমিটির যুগ্ম-সম্পাদক তুলু-উশ-শামস্‌, কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান রতন তালুকদার। প্রশিক্ষণ পরিচালনা করছেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক এ কে এম আজাদ।

পূর্ববর্তী নিবন্ধফিফা র‌্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশের মেয়েদের অবস্থান
পরবর্তী নিবন্ধইউরো কাপের নক আউট পর্ব শুরু আজ