দুঃখ নিও না, সবুজ পাতার আড়ালে পাখি ডাকছে। তোমার দুঃখের সমান সেই সুর। নিজেকে সঁপে দিতে পারো ছায়ার গহীনে, শান্তিকূপে। একা নির্জনে সমূহ আঘাতে রেখো স্পর্শ; দুঃখের কী আর যত্ন করে মানুষ! অথচ এমন বেদনা তুমি না হলে স্থান পেতো না, মরু না হলে যেমন বোঝা যেতো না অরণ্যের প্রয়োজন।