অধ্যাপক নূরুল ইসলাম হেলালীকে স্মরণ

| শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

অধ্যাপক নূরুল ইসলাম হেলালীর মৃত্যু শুধুমাত্র বাঙলাদেশ লেখক শিবিরের ক্ষতি নয়, শ্রমিক শ্রেণির রাজনৈতিক সংস্কৃতি বিকাশের সহায়ক বুদ্ধিবৃত্তিক আন্দোলনেরও ক্ষতি। শ্রমিক শ্রেণির সংগ্রামে তিনি সৎ ও নিষ্ঠাবান বুদ্ধিজীবীর দায়িত্ব পালন করেছেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাঙলাদেশ লেখক শিবির চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত নূরুল ইসলাম হেলালী শোকসভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন লেখক শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ভুলন ভৌমিক। বক্তব্য দেন চলচ্চিত্রকার শৈবাল চৌধূরী, ডা. জাহিদ হাসান, কবি মনিরুল মনির, সুবর্ণা মজুমদার, লেখক আহমেদ জসিম ও সৈকত দে। শোকবার্তা পাঠান অধ্যাপক ফেরদৌস আরা আলীম। পাঠ করেন সামিউল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নগর সম্মেলন