অটো ডাবল জরিমানা বাতিল করে সহনীয় করার দাবি

অটোরিকশা-অটোটেম্পো শ্রমিকদের স্মারকলিপি

| বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৯:২৫ পূর্বাহ্ণ

পস মেশিনে অটো ডাবল জরিমানা সিস্টেম বাতিল করে চালকদের সহনীয় পর্যায়ে জরিমানা করার দাবি জানিয়ে চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পু শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। গতকাল বুধবার অতিরিক্ত পুলিশ কমিশানর ট্রাফিক ফয়সাল মাহমুদকে দেওয়া এক স্মারকলিপিতে নেতৃবৃন্দ এ দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অটোরিকশাঅটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ, এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মো. ওমর ফারুক, মোহাম্মদ আকতারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, সিএনজি চালিত অটোরিকশা গুলো কন্ট্রাক ক্যারিজ বা চুক্তি ভিত্তিক দৈনিক জমার ভিত্তিতে চলাচলের কারণে পুলিশের দেয়া মামলার সকল জরিমানা চালকদের বহন করতে হয়। তাই সড়ক পরিবহন আইন সংশোধন করে ছোট গাড়ির জরিমানার হার বর্তমানে এক চতুর্থাংশ নির্ধারণ করতে হবে। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার চালকদের মানবিক দিক বিবেচনা করে পস্‌ মেশিনের অটো ডাবল জরিমানা সিস্টেম বাতিল করে জরিমানা সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারিতাস চন্দনাইশের ত্যাগ ও সেবা অভিযান
পরবর্তী নিবন্ধওয়াসার নতুন প্রকল্পে পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে মতবিনিময়