অঞ্জন কুমার দাশের তিনটি গ্রন্থের ওপর আলোচনা

| মঙ্গলবার , ২২ নভেম্বর, ২০২২ at ১০:০৩ পূর্বাহ্ণ

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি অঞ্জন কুমার দাশের তিনটি গ্রন্থ অমৃত অনুভবে (দার্শনিক খন্ড প্রবন্ধ), জীবনের পংক্তিমালা (কাব্য), মন চল নিজ নিকেতনে (কাব্য) নিয়ে এক প্রকাশনা উৎসব গত ১৯ নভেম্বর চট্টগ্রাম একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রফেসর রণজিৎ কুমার দে। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

আমন্ত্রিত অতিথি ছিলেন অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, প্রমার সভাপতি রাশেদ হাসান, অধ্যাপক মোকতার হোসেন, অধ্যাপক মো. আইয়ুব, অধ্যাপক এস.এম.ইকবাল, ড.সুমন কুমার দে, অধ্যাপক বিদ্যুৎ কুমার নাথ, প্রবীর চৌধুরী। সুভাষ মুহুরী, অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস এবং শিমুল বিশ্বাসের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ দাবি স্থায়ী ব্রিজ
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি পরিদর্শন