অঝোর ধারায় বৃষ্টি পড়ে

শিবুকান্তি দাশ | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:২৪ পূর্বাহ্ণ

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে অঝোর ধারায় বৃষ্টি পড়ে
গাছের ডালে খুকির গালে কদম কেয়া ফুলের পরে
বৃৃষ্টি পড়ে মাঠে পরে মেঘ ছুঁই ছুঁই সবুজ ঘাসে
সূর্য ওঠে ধীরে ধীরে কালো মেঘের পাশে পাশে।

আলোর ছটায় ঘাসের ডগায় ঝিলিক মারে বৃষ্টি কণা
ব্যাঙের ছাতা খড়ের গাদায় সকাল বিকাল তুলছে ফনা
মেঘ উড়ে যায় অনেক দূরে বিজলি বাতি উঠছে জ্বলে
কাঠ বিড়ালি পেয়ারা গাছে হেসে হেসে কথা বলে।

বৃষ্টি পড়ে নদীর বুকে নাওয়ের পালে হেলেদুলে
কই পুটি শিং উজান চলে নিজের ঢেড়ার পথটি ভুলে
খাল ডুবে যায় বিল ডুবে যায় রাস্তার উপর চলছে নাও
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে থামছে নাতো ঝরছে তাও।

ছোট্ট মেয়ে নয়নাটা রেগে ওঠে ভীষণ ভাবে
শোন বৃষ্টি, আনছি ডেকে অংক টিসার তবেই যাবে?
ভালো চাও তো বাড়ি ফেরো উঠোন ঘাটা ডুবছে জলে
নয়নাটার খেলাঘরটাও ডুবে আছে জলের তলে।

পূর্ববর্তী নিবন্ধবিষ্টি যেন মিষ্টি
পরবর্তী নিবন্ধবর্ষাকালে