অচেনা ঈদ

নিশাত ইসলাম (৩০,৮৮২) | বুধবার , ১৯ মে, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

বছর ঘুরে রোজার শেষে ঈদ এলো যেভাবে,
অন্য রূপের এমন ঈদ কে দেখেছে কোথায়, কবে?
চিরচেনা ঈদকে আজ অচেনা লাগছে ভারী,
সাজ পোশাকের বাহার নেই, কেবল আহাজারি।
কোলাকুলি হয়েছে বারণ, থাকতে হবে দূরে,
করোনা যে দ্বারে দাঁড়িয়ে, ভয়েতে যাই মরে।
মন খারাপ করো না বন্ধু এ’দিন বদলে যাবেই,
আগের মতো খুশির ঈদ পরের বছর হবেই।
ভালোবাসায় বাধা নেই মনে মনে কাছে থেকো,
পোশাক সেতো ক্ষণিকের, মনটাকে সজীব রেখো।
বেঁচে যদি থাকি তবে ফিরে আসবে সবই,
আগের মতো মজা হবে, বেড়ানো হবে খুবই।
সালামিটা জমা থাক, পরেরবার পাবো,
এবারটা শুধু ঘরে থেকে মজার খাবার খাবো।
দূরে থেকেও এই ঈদে এই কামনা করি,
খুব সহসা দূর হয় যেন করোনা মহামারী।

পূর্ববর্তী নিবন্ধঈদ মোবারক
পরবর্তী নিবন্ধশাওয়ালের চাঁদ