মমতা’র সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতাধীন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সদস্যদেরকে মমতা’র পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মমতার সঞ্চয় ও ঋণদান কর্মসূচির জোন-০৫ এর পাহাড়তলী শাখার আওতাধীন আমতল বউ বাজারের ২ জন সদস্যকে প্রত্যেককে তিন হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
এসময় মমতার সংশ্লিষ্ট এলাকার সহকারী পরিচালক, এরিয়া ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আমিরাবাদ শাখা অফিসের আওতাধীন পদুয়া জলদাশ পাড়া ৪৭ নং দলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতার সংশ্লিষ্ট সহকারী পরিচালক, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।