১০ দফা দাবি আদায়ে বিএনপির জনসমাবেশ সফল করতে হবে

দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় শামীম

| মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপি ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আর আওয়ামী লীগের কর্মসূচি দেখে দেশের মানুষ হাসে। কারণ আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে। গণবিচ্ছিন্ন এই সরকার এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, দেশের মানুষদের সাথে নিয়ে বিএনপির নেতৃত্বে এই সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধরনের ষড়যন্ত্রের জাল নস্যাত করে দেওয়া হবে। তিনি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শুক্রবার বিএনপির জনসমাবেশ সফল করার আহবান জানান।

তিনি গতকাল দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আগামী শুক্রবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, জনগণ এই সরকারকে বিদায় করতে রাজপথে নেমে এসেছে। আগামী শুক্রবার চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ হবে লোকে লোকারণ্য। এড. শওকত উছমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল গাফ্‌ফার চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আবু মো. নিপার, অ্যাড. ফৌজুল আমিন চৌধুরী, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, নূরুল ইসলাম সওদাগর, ভিপি মোজাম্মেল, মেজবা উদ্দিন চৌধুরী জাহেদ, আমিনুর রহমান চৌধুরী, মো. ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, অধ্যাপক এহসানুল মাওলা, নূরুল কবির, জসিম উদ্দিন, মো. শাহজাহান, শাখাওয়াত জামান দুলাল, আবুল কালাম আবু চেয়ারম্যান, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, হাসান চেয়ারম্যান, মাষ্টার লোকমান আহমেদ, রেজাউল হক চৌধুরী, উছমান গনি, শহিদুল্লাহ চৌধুরী, মাহমুদুল হক মাহমুদ, গাজী আবু তাহের, জান্নাতুন নাঈম রিকু, ডা. মহসিন খান তরুণ, মহসিন চৌধুরী রানা, শফিকুল ইসলাম রাহী, মন্‌জুর আলম তালুকদার, মাওলানা মো. ফোরকান, মাওলানা জাবের হোসেন, মোজাম্মেল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শুরু হচ্ছে ধান সংগ্রহ, লক্ষ্যমাত্রা ৬৩১ টন
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘মোকা’য় মিয়ানমারে নিহত বেড়ে ২৯