রাঙ্গুনিয়ায় শুরু হচ্ছে ধান সংগ্রহ, লক্ষ্যমাত্রা ৬৩১ টন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চলতি বোরো মৌসুমে রাঙ্গুনিয়ায় শুরু হতে যাচ্ছে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম। এবার কেজি প্রতি ধানের দাম ৩০ টাকা করে কেনা হবে। আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরুর আশা করা হচ্ছে। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, রাঙ্গুনিয়ায় ৮ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তাতে গড়ে হেক্টর প্রতি সাড়ে ৪ মেট্রিক টন করে ধান উৎপাদনের আশা করা হচ্ছে। তবে রাঙ্গুনিয়া থেকে উৎপাদিত ধানের মাত্র ৬৩১ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের লক্ষ্যে গতকাল সোমবার রাঙ্গুনিয়ায় ধানচাল সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, খাদ্য কর্মকর্তা মোরশেদুল আলম, খাদ্য পরিদর্শক নুসরাত জাহান প্রমুখ। উপজেলা খাদ্য কর্মকর্তা মোরশেদুল আলম বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে দেয়া তালিকা অনুসারে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। প্রতিজন কৃষক থেকে সর্বনিম্ন ১২০ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০০ কেজি পর্যন্ত ধান নেয়া হবে।

সংগ্রহের ক্ষেত্রে ১% এর নিচে চিটামুক্ত, ১৪% এর নিচে আদ্রতা এবং ধান হতে হবে সোনালী রঙের। কালো এবং ধোঁয়াশা কোন ধান নেয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো আশা করছি। এদিকে এ মৌসুমে সার, ডিজেল, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচও। অপরদিকে স্থানীয় বাজার সিন্ডিকেট তো রয়েছেই। বাজারে ধানের দাম না বাড়লে লোকসানের শঙ্কা করছেন সাধারণ কৃষক।

পূর্ববর্তী নিবন্ধব্রাইট বাংলাদেশ ফোরামের অধিপরামর্শ সভা
পরবর্তী নিবন্ধ১০ দফা দাবি আদায়ে বিএনপির জনসমাবেশ সফল করতে হবে