নগরীর হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের ৯০/৯১ ব্যাচের বন্ধুদের উদ্যোগে নগরীর সী ওয়ার্ল্ডে মিলনমেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে বেলুন উড়িয়ে শুরু হয় সারাদিনের নানা কর্মসূচি। স্মৃতিচারণে মেতে ওঠে বন্ধু মহল। যেন সবাই ফিরে যায় ৩২ আগের জীবনে। ভবিষ্যতে সকল সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার সিদ্ধান্ত নেয় বন্ধুরা।
এ সময় আহ্বায়ক লায়ন মো. শাহজাহান শরীফের পক্ষে ১৫০০ ছাত্র ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানি ব্যবস্থ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন মো. শাহজাহান শরীফ, মো. তাজউদ্দিন, সমাজ সেবক শরাফত আলী রিচার্ড, ইঞ্জিনিয়ার মজিব, গুলনাহার, জুয়েল, দিদার, আইরিন সহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।