হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে জ্ঞান আহরণ প্রতিযোগিতা

| বুধবার , ১১ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে জ্ঞান আহরণ প্রতিযোগিতা গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল আমিনের পৃষ্ঠপোষকতায় এতে শিক্ষার্থীরা গোলাপ ও শাপলা দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ‘আহরণ’ শব্দটির সমার্থক শব্দ চিন্তা করে বের করার উদ্যোগ নেওয়া হয়।

প্রতিযোগিতায় গোলাপ দলের দিপাঞ্জন দাশ, দীপ্ত সাহা এবং শাপলা দলের মো. আহনাফ সোহান, ফাহাদ বিন ফরহাদ সিদ্দিকী ও নাজমুস সাকিব অংশগ্রহণ করে। মোট ৩৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। প্রতিযোগিতার সমন্বয়কারী ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী আহরণ উদ্যোক্তা ফিদা নুজহাদ হুদা এবং বিচারক ছিলেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসচিবালয়ে ডিসি পদপ্রত্যাশীদের দিনভর হট্টগোল
পরবর্তী নিবন্ধ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স:) মাহফিলের প্রস্তুতি সভা