স্বাধীনতা মানে বুঝি

লিটন কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

সবুজের বুকে অবারিত মাঠ
ফসলে ফসলে ভরা
স্বপ্নের বীজ বুনি এ মাটিতে
আমার বসুন্ধরা।

মুক্ত বাতাসে ডানা মেলে পাখি
গায় মুক্তির গান
এ আমার গ্রাম সুখ মুঠো মুঠো
স্বপ্নেরা অফুরান।

কিন্তু কেন যে আমাদের সুখে
হায়েনারা ওঠে রুখে
বুলেটের গুলি ছুঁড়ে ছুঁড়ে মারে
বাঙ্গালীদের বুকে।

আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে
স্বাধীনতা মানে বুঝি
যুদ্ধের মাঠে নামা ছাড়া আর
নেই কিছু সোজাসুজি।

যুদ্ধের মাঠে প্রেরণাটা পাই
মুঠো ভরে তাজা প্রাণ
সামনে রয়েছে বাঁশিঅলা এক
মুজিবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধশুভ জন্মশত
পরবর্তী নিবন্ধশেকল ভাঙার গান